এক লরি চালকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার সকালে মালদা জেলার কালিয়াচক থানার পেট্রোল পাম্প এলাকায়।

0
209
Dead woman lying on the floor under white cloth with blank tag on feet

নিজস্ব সংবাদদাতা, মালদা-এক লরি চালকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার সকালে মালদা জেলার কালিয়াচক থানার পেট্রোল পাম্প এলাকায়। মৃত চালকের নাম দুলাল শেখ বয়স (৪৬)বছর। বাড়ি রতুয়া থানার বৈকন্ঠপুর এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো গতকালকেও সে কাজের সন্ধানে লরি নিয়ে মালদা শহরের থেকে কালিয়াচক এগিয়ে ছিল। আজ সকালে পরিবারের লোকের কাছে খবর যায় কালিয়াচকের পেট্রোল পাম্পের কাছে তার মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনে পুলিশ। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।