কয়লা না পাওয়ার অভিযোগ তুলে কোচবিহার জেলা শাসকের করণে ডেপুটেশন দিল লৌহ শিল্পী সংগঠনের সদস্যরা।

0
338

মনিরুল হক, কোচবিহারঃ কোচবিহার: দীর্ঘদিন ধরে কোচবিহারের বিভিন্ন এলাকায় কয়লা না পাওয়ায় বিপাকে লৌহ শিল্পীরা। ওই দাবিকে সামনে রেখে মঙ্গলবার কোচবিহার জেলা শাসকেরকরণে ডেপুটেশন দিলেন ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত কোচবিহার লৌহ শিল্পী সংগঠন।
তাঁদের দাবি, আসাম থেকে আগে বিভিন্ন মাধ্যমে আনা হতো কাঁচা কয়লা। কিন্তু বহুদিন ধরেই সেই আমদানি বন্ধ রয়েছে। সেই কারণে হতাশায় লৌহ শিল্পীরা। যেহেতু লোহার কাজ করতে গেলে যে মূল কাঁচামাল সেটা হচ্ছে কয়লা। বহুদিন ধরেই আসাম থেকে কোনো কয়লা আসছে না জেলার কোথাও, সেই জন্যে ইট ভাটা থেকে ইট পড়ানোর পরে যে কয়লা বের হচ্ছে সেগুলো ব্যবহার করতে হচ্ছে লৌহ শিল্পীরা। কিন্তু সেখানেও হস্তক্ষেপ করছে পুলিশের কর্মীরা বলে অভিযোগ ওই সংগঠনের।
এই বিষয়ে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত কোচবিহার লৌহ শিল্পী সংগঠন মিন্টুনাথ জানান, যেহেতু লৌহ শিল্পীদের কাজ করার মূল এবং প্রধান উপাদান কয়লা সেই কারণে ইটভাটা থেকে আমরা কয়লা নিয়ে আসি কাজ করার জন্য। কিন্তু এই কয়লা আনার সময় বারবার পুলিশের এবং তাদের দেওয়া বিভিন্ন কেসের সম্মুখীন হতে হচ্ছে আমাদের লৌহ শিল্পীদের। যেহেতু এটা ইটভাটা থেকে ফেলে দেওয়া কয়লা কাচা কয়লা নয় তাই এই কয়লাটা যেনো আমরা পাই এবং আমাদের যে বাইরে থেকে মাল আনতে গেলে পুলিশ যেই ভাবে অসুবিধা করছে সেই বিষয়ে আমরা সুরাহা চাইছি। যেহুতু এটা কাচা কয়লা নয় ফেলে দেওয়া কয়লা তো এটা নিয়ে যেন আমরা কাজ করতে পারি।