পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত গুড়চাকলি গ্রামে কোলাঘাট জল প্রকল্পের অধিনস্ত জলট্যাঙ্ক এলাকায় কর্মরত অবস্থায় ক্লোরিন গ্যাস লিকেজ হয়ে গুরুতর অসুস্থ ৩ কর্মী।জানাগেছে সোমবার জলপ্রকল্পের জল পরিষেবা করার সময় ক্লোরিন গ্যাস মিশ্রনের সময় হঠাৎই লিকেজ হয়ে যায়।আর এই সময়ই প্রথমে ২ জন জলপ্রকল্পের কর্মী জ্ঞান হারিয়ে পড়ে থাকেন।এরপর এই ঘটনা জানতে পেরে আরো এক জলপ্রকল্পের কর্মী উদ্ধার করতে এসে তিনিও গুরুতর অসুস্থ হয়ে পড়ে।এরপর স্থানীয় মানুষজন এসে কোলাঘাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়, জানা গিয়েছে ওই ব্যক্তির নাম আনন্দ সামন্ত।এরমধ্যে সেরিফুল ইসলাম খাঁন এবং নারায়ন সাউ বর্তমানে কোলাঘাট স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনাস্থলে আসেন কোলাঘাট ব্লক কংগ্রেসের সভাপতি সমীর হোসেন এবং অসুস্থ কর্মীদের দেখভাল করেন।
Home রাজ্য দক্ষিণ বাংলা গুড়চাকলি গ্রামে কোলাঘাট জল প্রকল্পের অধিনস্ত জলট্যাঙ্ক এলাকায় কর্মরত অবস্থায় ক্লোরিন গ্যাস...