জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ– জলপাইগুড়ি জেলা মু্খ্য স্বাস্থ্য আধিকারিককে কেঁচোখোর আখ্যা দিয়ে এবার বিক্ষোভ আন্দোলন শুরু করল বিজেপি সংগঠন। মঙ্গলবার দুপুরে জেলা মু্খ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে থাকা নেম প্লেটের আগে কেঁচোখোর সিএমওএইচ লিখে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি নেতা কর্মীরা।
জলপাইগুড়ি জেলা হাসপাতালের খাবারে কেঁচো পাওয়ার ঘটনার তীব্র নিন্দা করেন আন্দোলনরত বিজেপি কর্মীরা। এই আন্দোলনে অংশ নেন প্রচুর মহিলা বিজেপি কর্মী। হাসপাতালের শিশু বিভাগের খাবারে কেঁচো থাকার ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানান তারা। এই ঘটনায় জলপাইগুড়ি জেলা মু্খ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য মন্ত্রীর জবাবদিহির দাবি করেন বিজেপি নেতা কর্মীরা। বিজেপি-র জেলা সাধারণ সম্পাদক চন্দন বর্মন বলেন, জলপাইগুড়ির স্বাস্থ্য ব্যবস্থার অবনতি বিরুদ্ধে তাদের এই আন্দোলন। বলেন, জলপাইগুড়ি জেলা হাসপাতালে মৃত ব্যক্তির ডায়ালিসিসের বিল করা হচ্ছে। শিশুদের খাবারে মিলছে কেঁচো। অবিলম্বে সাধারণ মানুষকে সুস্থ স্বাস্থ্য পরিসেবা দেওয়ার দাবি করেন তিনি।