পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সৈকত নগরীর বিভিন্ন খাবারের স্টলগুলিতে অশচ্ছ অসচেতনতার বিষয় ধরলো খাদ্য সুরক্ষা দপ্তর আধিকারিক রা। যেখানে নোংরা আবর্জনা, চাওমিন সহ বিভিন্ন খাওয়ার গুলিতে বসে রয়েছে মাছি, বিভিন্ন সবজী গুলিতে পড়ে রয়েছে পোকামাকর সেই সঙ্গে বিভিন্ন খাবারের উপকরণ গুলি ব্যবহার করা হচ্ছে সেই গুলি কোন ডেট তারিখ উল্লেখ নেই, যা পর্যটকদের খাওয়ানো হচ্ছে। সৈকত সরণি গুলিতে অভিযান চালিয়ে সেই সমস্ত দোকানগুলো কে সিজ করলেন খাদ্য সুরক্ষা দপ্তর আধিকারিক উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক মহকুমা পুলিশ আধিকারিক ও থানার অফিসার।