ব্যক্তিগত ব্যবসায়ীর ছাদ ঢালাই এর কারণে নদীয়ার শান্তিপুর পুরসভার প্রধান রাস্তা অবরুদ্ধ দীর্ঘ ন ঘন্টা, হেলদোল নেই পুরসভা প্রশাসনের, ভোগান্তি সাধারণ মানুষের।

0
281

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার শান্তিপুর সুত্রাগড় অঞ্চল থেকে বাগআঁচড়া যাওয়ার প্রধান রাস্তার একটি বাড়ির ব্যক্তিগত ছাদ ঢালাইয়ের কারণে পুরসভার নির্মিত কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত সরণি বন্ধ রয়েছে সকাল থেকেই। তাঁত শাড়ি কিনতে আসা ক্রেতা, ট্রাক্টর থেকে শুরু করে রেল স্টেশন থেকে ভালুকা চলাচলকারি পঞ্চাশটিরও বেশি ট্রেকার, পৌরসভার সাফাই কর্মীদের গাড়ি এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত নতুনহাট হয়ে ঘুরপথে পৌঁছচ্ছেন স্টেশনে। ট্র্রেকার চালকদের অভিযোগ ঘুরপথে যাওয়ার ফলে তাদের ফাইন দিতে হচ্ছে অন্যদিকে তেল পড়েছে অনেক বেশি টাকার। ব্যক্তিগত এত মানুষ অসুবিধার সম্মুখীন হবে কেন? এ বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, বিষয়টি আমার জানা ছিল না তবে স্থানীয় কাউন্সিলর বলরাম ঘোষ কে জানিয়েছি। 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলরাম ঘোষ জানান, আমার সাথে কোন রকম আলোচনা করেনি তবে, লোক মারফত জানতে পেরে বাড়ির মালিক মদন সাধুখাঁর সাথে কথা বলেছি, কিছুটা যাতায়াতের জন্য ব্যবস্থা করা হয়েছে। ওই বাড়ির মালিক বাপ্পা সাধুখাঁ জানান, রাত্রে কাজ করলেই ভালো হতো, কিছুটা তো ভূল হয়েছেই তবে, পুরো সভাকে জানিয়েই করেছি। এত সমস্যা হওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসন পুরো সাভার প্রতিনিধি না আসার কারণে ভোগান্তিতে থাকা সাধারন মানুষের পক্ষ থেকে
প্রশ্ন উঠছে, আইন-শৃঙ্খলা রক্ষা করার কেউ নেই?