রাধিকাপুর সীমান্ত স্টেশন থেকে অদূর ভবিষতে দক্ষিণ ভারত ও উত্তর ভারতের সাথে যোগাযোগ রক্ষাকারি এক্সপ্রেস ট্রেন চালু হবে।

0
2624

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- ভারত বাংলাদেশ সীমান্তের প্রান্তিক স্টেশন রাধিকাপুর থেকে অদূর ভবিষতে উত্তর দিনাজপুর জেলার মানুষদের যোগাযোগের স্বার্থে দক্ষিণ ভারতের সাথে উত্তর ভারতের বিভিন্ন স্থানে যোগাযোগ রক্ষাকারী এক্সপ্রেস ট্রেন চালু করা হবে। উত্তর দিনাজপুর জেলার রাধিকা পুর স্টেশন থেকে রাধিকাপুর তেলতা ডেমু ট্রেনের উদ্বোধন করতে গিয়ে একথা বলেন রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী দেবশ্রী চৌধুরী।তিনি বলেন রাধিকাপুর তেলতা ডেমু ট্রেন চালুর মাধ্যমে বর্তমানে বার সই জংশন থেকে এই এলাকার যাত্রীরা দূরবর্তী গন্তব্যস্থলে যাবার জন্য ট্রেন ধরবার সুযোগ পাবার কারনেই মূলত এই ডেমু ট্রেনটির যাত্রা রেল দপ্তর আজ থেকে সূচনা করলো বলে দেবশ্রী চৌধুরী জানান।অনুষ্ঠানে কাটিহারের সাংসদ দুলাল গোস্বামী বলেন মোদি সরকারের রেল দপ্তর বারসই থেকে রাধিকাপুর পর্যন্ত ৫৫ কিমি রেলপথের বৈদ্যুতি করনের কাজ শুরু হয়েছে।এই কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে।b বৈদ্যুতিকরনের কাজ শেষ হলেই রাধিকাপুর রেল স্টেশনের গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পাবে বলে জানান।অনুষ্ঠানে উত্তরপূর্ব সীমান্ত রেলপথের কটিহার ডিভিশনের ডি আর এম শুভেন্দু চৌধুরী বলেন রাধিকা পুর স্টেশনকে ভারতীয় রেল দপ্তর মডেল স্টেশন হিসাবে ঘোষণা করেছে।সেই অনুসারে রেলের উন্নয়নের কাজ চলছে।অতি দ্রুত রাধিকাপুর রেল স্টেশন থেকে দূরপাল্লার ট্রেন চলাচল নিয়ে কথাবার্তা চলছে বলে তিনি বলেন।রেলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান রাম নিবাস সাহা এবং ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারন সম্পাদক শংকর কুন্ডু।ভারত বাংলাদেশ সীমান্তের রাধিকা পুর স্টেশনে নুতন ডেমু ট্রেনের উদ্বোধনকে কেন্দ্র করে সাধারন মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।