পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার বেলা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ৩ নম্বর আমশোল গ্রাম পঞ্চায়েতের সভা কক্ষে সকলের জন্য আইন ও ক্ষতি পূরণ বিষয় নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই সভায় বিনামূল্যে আইনি পরিষেবা পাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অমিতাভ মুখার্জি। অংশগ্রহনকারী গন বিভিন্ন ধরনের প্ৰসন করেন ও বিচারক অমিতাভ মুখার্জি তার জবাব দেন। সভাটি সঞ্চালনা করেন আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা। এছাড়া উপস্থিত ছিলেন শেখ রিয়াজুল, প্রধান উমারানী পান, সহায়ক অজয় বাগ সহ প্ৰমুখ।
Home রাজ্য দক্ষিণ বাংলা আমশোল গ্রাম পঞ্চায়েতের সভা কক্ষে আইন ও ক্ষতিপূরণ বিষয় নিয়ে সচেতনতা শিবিরের...