নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নবদ্বীপের মায়াপুরে ঘুরতে এসে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে সতেরো বছর বয়সী এক কিশোর সহ নিখোঁজ দুইজনার মধ্যে একজনের নিথর দেহ আজ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। প্রসঙ্গত, পাঞ্জাবের জলন্ধর জেলা থেকে একটি পরিবারের কয়েকজন সদস্য মেদিনীপুর হয়ে মায়াপুরে ঘুরতে আসে। এরপর মঙ্গলবার বিকেলে ইসকন মন্দিরের পুরনো ল্যান্ড অফিস সংলগ্ন ভাগীরথী নদীর ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যায়, সাতান্ন বছর বয়সী ললিত মোহন চাঁরদ সহ সতের বছর বয়সী সাইয়ম চাঁদরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মায়াপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ও স্থানীয় বিডিও অফিসের আধিকারিকেরা। এদিন বিকেলে নদীগর্ভে খোঁজাখুঁজি করা হলেও নিখোঁজ দুই জনের কিনারা করা যায়নি। বুধবার সকালে বিপর্যয় মোকাবিলা দপ্তরের বিশেষ একটি দল ফের নদীগর্ভে নেমে নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করে এরপর ললিত মোহন চাঁরদার নিথর দেহ উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত বালকটির কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। তার খোঁজে নদীগর্ভে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাজুড়ে। এরপর উদ্ধার হওয়া নিখোঁজ ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য মায়াপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।