মনিরুল হক, কোচবিহারঃ ১৭ দফা দাবিকে সামনে রেখে মাথাভাঙা মহাকুমার শাসকের কাছে স্মারকলিপি প্রদান করলো বিজেপি। এদিন কোচবিহার জেলা নেতৃত্বের উপস্থিতিতে এই স্মারকলিপি প্রদান করা হয়। তারপর সেখান থেকে শহরে একটি মিছিল করা হয়েছে। ওই মিছিলের নেতৃত্ব দেন বিজেপির জেলা নেতা অভিজিৎ বর্মন।
তাঁদের দাবি গুলি, মাথাভাঙা শহরের বুকে অবৈধ মদের ঠেক, জুয়ার আসর, অবৈধভাবে বালু উত্তোলন সহ ১৭ দফা দাবির ভিত্তিতে অভিযোগ জানিয়ে মাথাভাঙ্গা মহকুমা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করে বিজেপি। স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে মহকুমা শাসকের দপ্তরের বাইরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মাথাভাঙ্গা পুলিশের তৎপরতা লক্ষ্য করা যায়।
বিজেপির জেলা নেতা অভিজিৎ বর্মন বলেন, মাথাভাঙ্গা শহরের বুকে অবৈধভাবে বালু উত্তোলন, যেখানে সেখানে মদের ঠেক, জুয়ার আসর, শ্মশানে বৈদ্যতিক চুল্লি স্থাপনের দাবি সহ ১৭ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
মহকুমা শাসক অচিন্ত্য হাজরা বলেন, বিজেপি একটি স্মারকলিপি দিয়েছে। বিষয় গুলো তদন্ত করে দেখা হবে।