মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত মল্লিকপুর পুকুর পাড়ের একটি ঝোপ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি। জানা গিয়েছে গতকাল অর্থাৎ সোমবারের দিন দুপুর থেকে রাজকুমার দাস নামের ওই ব্যক্তি নিখোঁজ ছিল, আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলে এলাকার কিছু রাখাল গবাদিপশু চড়াতে গিয়ে রাজকুমার দাসকে মল্লিকপুর পুকুর পড়ের একটি ঝোপে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, 58 বছর বয়সী রাজকুমার দাসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে রাখালরা রাজকুমার দাসের পরিবারে খবর দেয় রাজকুমার দাসের পরিবারের সদস্যরা রাজকুমার দাসকে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা রাজকুমার দাসকে মৃত বলে ঘোষণা করে, ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রাজকুমার দাসের মৃত্যু নিশ্চিত হবার পর ভরতপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবারের দিন মল্লিকপুর এলাকাজুড়ে, সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে ভরতপুর থানার পুলিশ এবং খতিয়ে দেখছে রাজকুমার দাশের মৃত্যুর কারণ কি আসলে আত্মহত্যা নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে বড় কোনো রহস্য। তবে মৃত রাজকুমার দাসের পরিবারের সদস্যদের অনুমান রাজকুমার দাস দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন আর সেই মানসিক অবসাদের জেরে রাজকুমার দাস গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।