কেতুগ্রামের রেনু খাতুনের হাত কাটার ঘটনায় আরো দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ভরতপুর থেকে।

0
300

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- কেতুগ্রামে নিশংস ভাবে রেনু খাতুনের হাত কাটার ঘটনায় আরও দু’জনকে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত তালগ্রাম থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম জানা গিয়েছে আশরাফুল শেখ এবং হাবিব শেখ। ধৃত ওই দুই ব্যক্তি শরিফুল সেখের সঙ্গে হাত কাটার ঘটনায় জড়িত ছিল বলে অনুমান পুলিশের।