নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের পতাকা হাতে নিয়ে তৃণমূল পরিচালিত পৌরসভা গেট আটকে দিয়ে বিক্ষোভ সাফাই কর্মীদের। দিনের শুরুতেই পৌরসভা বন্ধ করে বিক্ষোভ দেখানোর কারণে চরম হয়রানির শিকার এলাকাবাসীর। নদীয়ার শান্তিপুর পৌরসভার ঘটনা। এদিন সকালে শান্তিপুর পৌরসভার প্রায় ২০০ জন সাফাই কর্মী আইএনটিটিইউসি পতাকা হাতে নিয়ে পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি দীর্ঘদিন ধরে তারা শান্তিপুর পৌরসভার অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন। অন্যান্য পৌরসভার সাফাই কর্মীদের থেকেও তারা ভালো পরিষেবা দিয়েছেন। কিন্তু দীর্ঘদিন কাজ করার পর বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও তাদের মজুরি বাড়েনি। সেই কারণে সংসার চালাতে চরম অসুবিধায় পড়েছেন তারা। একাধিকবার পৌরসভার কর্তৃপক্ষকে তারা জানিয়েছেন মজুরি বাড়ানোর বিষয়ে। কিন্তু তাতেও কোনো সুরাহা হয় নি। অবশেষে সেই কারণেই তারা পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পাশাপাশি তাদের দাবি মজুরি বাড়ানোর সঙ্গে সঙ্গে যদি ওভারটাইম কাজ করানো হয় তার বাড়তি মজুরি দিতে হবে। যদিও এ বিষয়ে শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক বলেন, সাফাই কর্মীদের মজুরি বিষয়টির প্রতি ১০০ দিনের প্রকল্পের নিয়ম অনুযায়ী হয়। যেখানে ২০২ টাকা সাধারণ সাফাই কর্মীদের জন্য বেঁধে দেওয়া রয়েছে। এতে পৌরসভার কিছু করার নেই। তবে তিনি বলেন সাফাই কর্মীরা বিক্ষোভ না দেখিয়ে তার সঙ্গে কথা বললে বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে।