ফের ফের বুধবার বিকেলে নাগরাকাটার জলঢাকা নদীর পাশে ওয়াচ-টাওয়ার এর কাছে রেললাইনের উপর উঠে এলো বুনো হাতির দল।

0
244

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ফের ফের বুধবার বিকেলে নাগরাকাটার জলঢাকা নদীর পাশে ওয়াচ-টাওয়ার এর কাছে রেললাইনের উপর উঠে এলো বুনো হাতির দল। যদিও এই হাতির দলটিকে দেখে আগেই জলঢাকা রেলসেতুর কাছে ট্রেন দাড়িয়ে পড়ে। যার ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বুনো হাতির দলটি। এদিন সারে চারটা নাগাদ পিলার নম্বর ৭২/৩ ও ৭২/২ নম্বরে হস্তিশাবক সহ। বুনো হাতির পাল রেললাইনের উপর উঠে পড়ে।হস্তিশাবক গুলো রীতিমতো খেলাধুলা শুরু করে দেয়। দূরপাল্লার একটি ট্রেন আগে থেকে জানতে পেরে তারা জলঢাকা রেলসেতুর কাছে দাড়িয়ে পড়ে। এভাবেই আধঘন্টা হাতির দলটি দাড়িয়ে থাকার পর ফের জঙ্গলে ঢুকে যায়। এরপর রেল চলাচলও স্বাভাবিক হয়। প্রসঙ্গত এর আগে এই এলাকাতেই একটি দূরপাল্লার ট্রেনের ধাক্কায় ৮ টি হাতি মারা গিয়েছিল।