হুগলী, নিজস্ব সংবাদদাতা:- কিষান আন্দোলনের ‘কৃষক অধিকার যাত্রা’ চলাকালীন হুগলি জেলার বিভিন্ন অঞ্চলে বাংলা শস্য বীমা নিয়ে ব্যাপক প্রশাসনিক অরাজকতার ছবি উঠে এলো। সিঙ্গুর ব্লকের দেওয়ানভেড়ী ও চণ্ডীতলা ব্লকের আওষবালী অঞ্চলে কৃষকরা জানান যে আলু চাষের জন্য তারা সমবায় মারফত ঋণ নেওয়ার সময় সকলেই বাংলা শস্য বীমা করান এবং প্রিমিয়াম জমা দেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগে যখন ফসল নষ্ট হয়ে যায়, তারা কোনো ক্ষতিপূরণ পাননি। আরো জানা যায় যে সবরকম প্রশাসনিক স্তরে ক্ষতিপূরণের আবেদন করা সত্ত্বেও আধিকারিকদের তরফ থেকে কোনো সাড়াশব্দ নেই।
জয় কিষান আন্দোলনের হুগলি জেলা সভাপতি সুশান্ত কাঁড়ি বলেন: “দেওয়ানভেড়ী ও আওষবালী অঞ্চলে জয় কিষান আন্দোলনের নতুন ইউনিট গঠিত হয়েছে এবং সেই ইউনিটের সদস্যরা সর্বপ্রথম বীমার ক্ষতিপূরণের টাকা আদায়ের জন্য আন্দোলন করবেন ঠিক করেছেন। শেষবারের জন্য একবার মুখ্যমন্ত্রীকে আবেদন করা হবে ক্ষতিপূরণের জন্য এবং তাতে যদি কাজ না হয় তাহলে অঞ্চলে বিক্ষোভ প্রদর্শন এবং প্রয়োজন হলে আধিকারিকদের ঘেরাও করা হবে। কৃষক অধিকার যাত্রায় বারংবার দেখা যাচ্ছে যে কৃষকদের নানাবিধ সংকটে কোন রাজনৈতিক দল, শাসক হোক বা বিরোধী, তাদের পাশে নেই অথচ এই দলগুলি ভোটের সময় কৃষকদের স্বার্থের সপ্নমালা গাঁথে। ভোটের পরে তারা সকলেই উধাও হয়ে যান। জোটবদ্ধ কৃষকরা ঠিক করেছেন যে বাংলায় সক্রিয় স্বাধীন কৃষক সংগঠন অত্যাবশ্যক এবং সেই উদ্দেশ্যে তারা তাদের অঞ্চলে জয় কিষান আন্দোলনের ইউনিট গঠন করে কৃষকদের স্বার্থে কাজ করবেন।”
*মিডিয়া সেল | জয় কিষাণ আন্দোলন*
যোগাযোগ: ৮৩৩৬ ৯৩৯৩৯৩