দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম না পেয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।।।

0
266

মনিরুল হক, কোচবিহার: দীর্ঘ দিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম না পেয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুগুড়ি এলাকার ৫৬ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।

অভিযোগ, গত ৫ মাস ধরে আমার বাচ্চা ডিম পাচ্ছে না। আমার বাচ্চার বয়স সাত মাস। সাত মাসের শিশুকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে আসা সম্ভব হয় না। অভিভাবক আসলে তাকে ডিম দেয় না। তাই আজ আমরা বাদ্য হয়ে বিক্ষোভ দেখানো হয়। বাচ্চা অসুস্থ থাকলেও ডিম দেয় না।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা ভবেশ বর্মন বলেন, গত ৫ মাস ধরে আমার বাচ্চা ডিম পাচ্ছে না। আমার বাচ্চার বয়স সাত মাস। সাত মাসের শিশুকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে আসা সম্ভব হয় না। অভিভাবক আসলে তাকে ডিম দেয় না। তাই তারা এদিন বিক্ষোভ দেখান।

অঙ্গনওয়াড়ি কর্মী অবলা বর্মন জানান, সরকারি গাইডলাইন অনুযায়ী খাবার এবং ডিম দেওয়া হয়। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।

সুপারভাইজার ভারতী বর্মন জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখব। সংশ্লিষ্ট ব্লকের পঞ্চায়েত সমিতির নারী ও শিশু দপ্তরের কর্মাধ্যক্ষ কল্যানী রায় জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে আসা হবে।