নদীয়া-রানাঘাট, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার কৃষ্ণগঞ্জ এর তারকনগরে চলছে মতুয়াদের রেল অবরোধ । ফের অবরোধের ফলে গেদে রানাঘাট শিয়ালদা শাখার ট্রেন চলাচল বিপর্যস্ত। নদীয়ার কৃষ্ণগঞ্জের গেদে রানাঘাটে লাইনে তারক নগর হল্ট স্টেশনে রেললাইনের কোন গেট নেই । জনসাধারণের সুবিধার্থে এলাকাবাসীরা বাঁশের গেট বানিয়ে সাধারণ মানুষের সুবিধা করে দেয়। কিন্তু রেল কর্তৃপক্ষ এই যাতায়াতের রাস্তা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে ।তারই প্রতিবাদে মতুয়া সম্প্রদায় মানুষেরা রেল অবরোধ করেছে । তাদের দাবি অবিলম্বে এই যাতায়াতের রাস্তা খুলে দিতে হবে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ।