পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী বিদ্যায়তনে উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় ২১ জন।

0
447

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকেও জেলার জয়জয়কার। শুক্রবার সকালে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আর ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই জয়জয়কার পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার জলচক নটেশ্বরী বিদ্যায়তনের। জলচক হাইস্কুলের ছাত্র সায়নদীপ সামন্ত দ্বিতীয় স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৯৭। এছাড়া স্কুলের আরও একঝাঁক কৃতি উঠে এসেছে প্রথম দশের মেধা তালিকায়। স্বভাবতই খুশির জোয়ার নেমেছে জলচক নটেশ্বরী বিদ্যায়তনের ছাত্র থেকে শিক্ষকদের মধ্যে।

জলচক নটেশ্বরী বিদ্যায়তনের কৃতি ছাত্রদের মধ্যে সায়নদীপ সামন্ত ৪৯৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এছাড়া ৪৯৬ নম্বর পেয়ে যৌথ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পরিচিতা পারি। ৪৯৫ নম্বর পেয়ে চতুর্থ স্থানের তালিকায় উঠে এসেছে জলচক নটেশ্বরী বিদ্যায়তনের তিন কৃতি, সৌম্যদীপ মণ্ডল, প্রিতম মিদ্যা ও কিংশুক রায়। পঞ্চম স্থানে এই স্কুলের কেউ না থাকলেও ৪৯৩ নম্বর পেয়ে যৌথভাবে ষষ্ঠ হয়েছে শ্রীকৃষ্ণ সামন্ত। ৪৯২ নম্বর পেয়ে যৌথ সপ্তম স্থানে এই স্কুলেরব পিঙ্কি খাতুন, শান্তনু পাল এবং প্রান্তিক মণ্ডল উঠে এসেছে।

৪৯১ নম্বর পেয়ে অষ্টম স্থানের যৌথ তালিকায় এই স্কুলের রয়েছে শর্মিষ্ঠা ঘোড়াই, শেখ রাহুল হোসেন, সৌম্যদীপ সামন্ত, অঙ্কন সাহু, সাহেব দাস অধিকারী, সৈকত রায়। ৪৯০ নম্বর পেয়ে নম্বর স্থানে রয়েছে শতস্মিত মহাপাত্র, অমিয় শাসমল। আর ৪৮৯ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে জলচক নটেশ্বরী বিদ্যায়তনের শৈলেশ জানা, পবিত্র বেরা, আকাশ ঘোষ এবং শুভজিৎ শাসমল।