রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখালো কৃষকরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ফতেপুরে।

0
208

রায়গঞ্জ-বালুরঘাট, রাধারানী হালদারঃ- রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখালো কৃষকরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ফতেপুরে। কৃষকেরা প্রায় তিন ঘন্টার মতো পথ অবরোধ করে রাখেন। ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাস৷ এছাড়াও আসেন তৃণমূল ব্লক সভাপতি নিতাই বৈশ্য, তৃণমূল নেতা হীরন্ময় সরকার। পুলিশের আশ্বাসে ঘন্টা তিনেক পর অবরোধ ওঠে। কৃষকদের অভিযোগ, ফতেপুর হাট থেকে পাইকারেরা সিন্ডিকেট হিসাবে তাদের কাছ থেকে কাঁচা সবজি আদায় করে। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে এদিন জুলুমবাজীর অভিযোগ আনেন কৃষকরা। এদিন সবজি এনে বিক্রি না হওয়ায় সমস্যায় পড়ে কৃষকেরা। বাধ্য হয়ে ফতেপুরে রাজ্য সড়কের উপরে সবজি ফেতে দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়।