সাঁওতালি ভাষায় পরীক্ষা দিয়ে উচ্চমাধ্যমিক প্রথম রাইপুরের পন্ডিত রঘুনাথ মুর্মু উচ্চবিদ্যালয়ের সিলি টুডু।

0
224

আবদুল হাই, বাঁকুড়াঃ সাঁওতালী মাধ্যমে পরীক্ষা দিয়ে এবার উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করলো রাইপুরের পণ্ডিত রঘুনাথ মুর্ম্মু উচ্চ বিদ্যালয়ের সিলি টুডু। তার প্রাপ্ত নম্বর ৪৮৮। সাঁওতালী মাধ্যমে ও অলচিকি হরফে লিখে তার এই সাফল্যে খুশী শিক্ষক থেকে অভিভাবক সকলেই।

রানীবাঁধের একটি গ্রামের মেয়ে সিলি টুডু-র মাধ্যমিকে আশানুরুপ ফল হয়নি। তখনই উচ্চ মাধ্যমিকে ভালো ফল করার জেদ পেয়ে বসে তাকে। সিলি টুডু এদিন বলেন, পড়াশুনার কোন বাঁধাধরা সময় ছিলনা। মন গেলেই পড়তে বসতাম। আলাদা করে কোন বিষয়ের গৃহশিক্ষক ছিলনা। স্কুল আর স্কুলের কোচিং থেকেই এই সাফল্য এসেছে। তবে এই ফলাফল ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ‘ভাবাচ্ছে’ তাকে। আগে নার্সিং নিয়ে পড়ার ইচ্ছে ছিল বলে সে জানায়।

বাইট:
1) সিলি টুডু (উচ্চ মাধ্যমিকে সাঁওতালী মাধ্যমে প্রথম)
2) কৌশিক চট্টোপাধ্যায় (প্রধান শিক্ষক)