আবারও সরকারি জায়গা দখল করে বিল্ডিং তৈরির অভিযোগ উঠল ভগবানগোলায়।

0
271

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-  আবারও সরকারি জায়গা দখল করে বিল্ডিং তৈরির অভিযোগ উঠল ভগবানগোলায়। ভগবানগোলা ও হাবাসপুর গ্রাম পঞ্চায়েত এর সীমান্তে ভৈরব নদীর উপরে দয়ানগর ব্রিজ রয়েছে । সেই ব্রিজ এর অভিমুখে বিল্ডিং তৈরি অভিযোগ উঠল। শনিবার সকালে ওই জায়গায় কাজ করতে দেখলে স্থানীয়রা কাজে বাধা দেয়। স্থানীয়দের দাবি একদল দুষ্কৃতী সরকারি জায়গা অন্যায় ভাবে বিক্রি করছে। ওই জায়গার কোন কাগজপত্র নেই। মিন্টু ও কালু নামের দুই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ তারা ওই সরকারি জায়গা টাকার বিনিময়ে বিক্রি করছে সাধারণ মানুষের কাছে। ওই জায়গায় বাড়ি তৈরি করতে আসা সার্জিনা বিবি বলেন যে সাত লাখ টাকার বিনিময়ে আমি এই জায়গা কিনেছি কালু ও মিন্টুর কাছ থেকে । আমাকে এই জায়গার কোনো কাগজ দেইনি তারা । ওরা দায়িত্ব নিয়ে বাড়ি করে দেবে বলেছে ।