একই দিনে পরপর দুবার ছাত্র-ছাত্রীদের রাস্তা অবরোধ অতিষ্ঠ শহরবাসী।

0
371

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- একই দিনে পরপর দুবার ছাত্র-ছাত্রীদের রাস্তা অবরোধ অতিষ্ঠ শহরবাসী। উচ্চমাধ্যমিকে ফেল করা ছাত্র ছাত্রীরা পাশ করানোর দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল শনিবার দুপুর ১১ টায়, ধুপগুড়ির তিনটি স্কুলের ছাত্র-ছাত্রীরা মিলিত হয়ে অবরোধ করে। ধুপগুড়ি হাই , গার্লস , বৈরতিগুরি স্কুলের ছাত্র এবং ছাত্রী রাস্তা অবরোধের ডাক দেন। সকাল থেকেই ধুপগুড়ি হাই স্কুলের দুই নম্বর গেটের সামনে জমায়েত হতে থাকে ছাত্র-ছাত্রীরা। ব্যস্ততম শহরে এভাবে হঠাৎ পথ অবরোধ করায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধুপগুড়ি থানার পুলিশ। ধুপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা ছাত্র-ছাত্রীদের বোঝানোর চেষ্টা। এরপর খবর পেয়ে আসেন ধুপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। দীর্ঘক্ষন ছাত্র-ছাত্রীদের বোঝানোর পর অবরোধ তুলে নেন। তবে এই ধরনের ঘটনা সমাজের অবক্ষয়ের চিহ্নস্বরূপ মনে করছে বিদ্বজ্জনেরা।
শনিবার ফের দুপুর দুটায় বৈরতিগুরী হাই স্কুলের সামনে অবরোধে বসেন ছাত্র-ছাত্রীরা। মূলত তাদের দাবি রিভিউ করলে তারা পাশ করবে না। তাদের এমনিতেই পাশ করিয়ে দিতে হবে। এমনকি এক ছাত্রী দাবি করেন, আজকে তাদের পাস করিয়ে দিতে হবে। তবে এই দাবি কতটা যুক্তিপূর্ণ সেটাই এখন ভাবার বিষয়। কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় বোর্ডের মাধ্যমে। স্কুল কর্তৃপক্ষের এই বিষয়ে কিছু করার থাকেনা। তবে ছাত্রছাত্রীরা নাছোড়বান্দা রয়েছে। প্রশাসন কতটা বেসামাল অবস্থায় সামাল দিতে পারে সেটাই এখন দেখার।