১০০ জনের চোখের ছানি অপারেশনের লক্ষে এগিয়ে চলেছে ইউরেকা ক্লাব ওয়েলফেয়ার অর্গানাইজেসন।

0
369

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- ১০০ জনের চোখের ছানি অপারেশনের লক্ষে এগিয়ে চলেছে ইউরেকা ক্লাব ওয়েলফেয়ার অর্গানাইজেসন।

প্রতি বছরের ন্যায় এবার ও জলপাইগুড়ির ইউরেকা ক্লাব ও ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে গ্রেটার লায়ন্স ক্লাবের সহযোগিতা নিয়ে চলছে চক্ষু পরীক্ষা শিবির, তবে এবারের এই শিবিরের মূল আকর্ষণ হলো গ্রেটার লায়ন্স ক্লাবের ভ্রাম্যমান আই হসপিটাল,
এই বিশেষ গাড়িতে রয়েছে একটি ছোটোখাটো চোখের হাসপাতাল, শনিবার চলা এই শিবির থেকে যাদের চোখের ছানি পরীক্ষার পর দেখা যাবে যে সেটি ওপারেশনের উপযুক্ত এমন ১০০জনকে পরবর্তীতে শিলিগুড়িতে নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে, বলে জানালেন সংস্থার সদস্য,দিলীপ গাঙ্গুলি।