আবার দুঃসাহসীক চুরির ঘটনায় সর্বশান্ত হলেন এক সহরবাসী।

0
347

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আবার দুঃসাহসীক চুরির ঘটনায় সর্বশান্ত হলেন এক সহরবাসী।
জলপাইগুড়ি পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডের পান পাড়ার ঘটনা, দু দিনের জন্য বাড়ি তালা মেরেপরিবার সহ বাইরে গিয়েছিলেন শোভন মিত্র বাবু, রবিবার ঘরে ফিরে দেখেন, ঘর লন্ডভন্ড, খোয়া গিয়েছে প্রায় ১৪৪গ্রাম স্বর্ণালংকার।
এই ঘটনা প্রসঙ্গে কাউন্সিলর তপন ব্যানার্জি জানান, অত্যান্ত দুঃজনক ঘটনা,।

অপরদিকে সর্বশান্ত হয়ে যাওয়া শোভন মিত্র জানান, আজ বাড়িতে ঢুকতে গিয়েই দেখি দরজা সামান্য ফাঁকা, তখনই সন্দেহ হয়।

ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়ালী থানার পুলিশ।