ক্যান্সার রোগীদের চুল দানের ক্ষেত্রে মালদায় হেয়ার ডোনেশন ক্যাম্পের আয়োজন করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা ।

0
276

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ক্যান্সার রোগীদের চুল দানের ক্ষেত্রে মালদায় হেয়ার ডোনেশন ক্যাম্পের আয়োজন করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা । রবিবার সকালে মালদা শহরের বাঁধরোড এলাকার আইএমএ ভবনে এই শিবিরের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় । সেখানে মালদা ছাড়াও মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বেশকিছু যুবক-যুবতীরা নিজেদের চুল দান করেন। সারাদিন ধরে এই কর্মসূচী চলে আইএমএ ভবনে । যেখানে ওই স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন।
এদিন চুল দানকারীদের মধ্যে মুর্শিদাবাদ , উত্তর দিনাজপুরে দুইজন পুরুষ ছাড়াও বাকি ১৩ জন মহিলা রয়েছে। চুল দাতাদের বক্তব্য, ক্যান্সারে আক্রান্ত রোগীদের অধিকাংশ ক্ষেত্রে কেমোথেরাপির জন্য চুল নষ্ট হয়ে যায় । সেক্ষেত্রে এই চুল দানের মাধ্যমে তাদের মাথায় নতুন করে কেশ সজ্জা ব্যবস্থা করা হয়। এদিনে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে প্রায় ১৫ জন স্বেচ্ছায় নিজেদের চুল ক্যান্সার রোগীদের জন্য এই কর্মসূচির মাধ্যমে দান করেছেন।
নতুন আলো নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থার এক সদস্য স্নেহা জয়সোয়াল জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তারা এই ধরনের কর্মসূচি চালিয়ে আসছে। মালদায় এই প্রথম তাদের হেয়ার ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো। যেখানে ১৫ জন ছেলেমেয়ে চুল দান করেছেন । আগামীতে আরও বিভিন্ন জেলায় এই ধরনের কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা রয়েছে তাদের।