গোটা রাজ্যের সাথে কোচবিহারেও হল এএনএম ও জিএনএম নার্সিং পরীক্ষা।

0
1374

মনিরুল হক, কোচবিহারঃ গোটা রাজ্যের সাথে কোচবিহারেও এএনএম ও জিএনএম নার্সিং পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা। রবিবার সুনীতি একাডেমী স্কুলে এই পরীক্ষার সিট পরে। দুটি ধাপে এদিন এই নার্সিং পরীক্ষা নেওয়া হয়। এদিন এগারটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত একটি পরীক্ষা, অপর পরীক্ষাটি ২ টা থেকে ৩টা ৩০মিনিট পর্যন্ত হবে বলে খবর মিলেছে। এদিকে এদিনের এই পরীক্ষাটি ঘিরে স্বাভাবিকভাবেই পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।
জানা গেছে, এই প্রবেশিকা পরীক্ষায় পাশ করলে রাজ্যের বিভিন সরকারি হাসপাতালে চাকরির সুযোগ পাওয়া যাবে। কোচবিহার সহ গোটা রাজ্যে এই পরীক্ষা চলছে। মূলত এই পরীক্ষায় পাশ করলে রাজ্যের বিভিন্ন কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে নার্সিং নিয়ে পড়া যেতে পারে। ২ বছরের অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি এবং ৩ বছরের জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি-এ ভর্তি হওয়ার সুযোগ থাকছে। সেই কারনেই গোটা রাজ্যের সাথে এদিন কোচবিহার শহরেও পরীক্ষা হচ্ছে বলে জানা গিয়েছে।
এবিষয়ে এক পরীক্ষার্থীর জানান, আমি সুনীতি একাডেমীতে এএনএম ও জিএনএম নার্সিং পরীক্ষা দিতে এসেছি। আজ আমাদের পরীক্ষা শুরু হয় দুপুর ২টা থেকে। আর শেষ হল বেলা ৩ টা মিনিটে। এই পরীক্ষায় যদি আমি পাশ করি তাহলে রাজ্যের বিভিন্ন কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে নার্সিং নিয়ে পড়তে পারব। ২ বছর ট্রেনিং নেওয়ার পর সরকারি হাসপাতালে নার্সের চাকরি পেতেও পারি।