আবদুল হাই, বাঁকুড়াঃ নবদ্বীপ থেকে রথ পাড়ি দিল খিরী গ্রামে আজ 12 ই জুন রথ এসে পৌঁছে গেল খিরী গ্রামে । বিগত বছরে বাঁশের তৈরি রথ দিয়েই রথযাত্রা পালন করেছিল খিরী গ্রামের মানুষ কলকাতার এক সমাজসেবী সহৃদয় ব্যক্তি ঐকান্তিক ইচ্ছায় এবং খিরী গ্রামের মানুষ ওই সমাজসেবীর কাছে একটি রথের আবেদন জানিয়েছিলেন। সমাজসেবী বিমল শিকারি মহাশয় তিনি পিতলের রথ পাঠালেন এমনকি ওই রথের অভিষেক পর্ব সারিয়ে পাঠালেন । খিরী গ্রাম আনন্দ মুখর হয়ে উঠলো । সকালে গ্রামের মহিলারা সেই রথ কে আনার উদ্দেশ্যে কোতুলপুর মিল মোড় এর নিকট থেকে বাদ্য-বাজনা এবং বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নিয়ে এলেন সেই রথকে তারপর নিয়ম নিষ্ঠা মেনেই সেই রথের কার্য সম্পন্ন হল ।ড্রোন ক্যামেরা উড়িয়ে নজরদারি চালানো হলো ।এলাকার মানুষ রথের আগেই রথ দেখতে উফছে পড়েছিল ভিড় । সকলেই উৎসবের মেজাজে রথের আগে রথ দেখল।