বসতভিটায় প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশী সংঘর্ষে আহত হলেন এক দম্পতি।

0
250

নিজস্ব সংবাদদাতা, মালদা-বসতভিটায় প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশী সংঘর্ষে আহত হলেন এক দম্পতি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মালদা জেলার কালিয়াচক থানার বালু টোলা এলাকায়। আহত দম্পতি হলো ঊষা মন্ডল বয়স(৩৫)বছর ও তার স্বামী দীনেশ মন্ডল বয়স (৫০)বছর। আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্তরা হলেন পর্বত মন্ডল সহ বেশ কয়েকজন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় দীনেশ মন্ডল এর বাড়ির পাশেই রয়েছে অভিযুক্ত পর্বত মন্ডল এর বাড়ি। দুই প্রতিবেশীর মধ্যে জায়গা দখলকে কেন্দ্র করে পুরনো গন্ডগোল লেগে রয়েছে তাদের মধ্যে। গত কয়েকদিন আগে পর্বত মন্ডল দীনেশ মন্ডলের জায়গা দখল করে পাচির দেয় বলে অভিযোগ।তারি প্রতিবাদ করে দিনেশ মণ্ডল ও তার স্ত্রী। প্রতিবাদ করতে গেলেই আর সকালে দুই জনকে বেধড়ক মারধর করা হয়। ধারালো অস্ত্র দিয়ে ঊষা মন্ডলের মাথা ফাটিয়ে দেয়া হয় ও তার স্বামীকে ধারাল অস্ত্র দিয়ে মা আঘাত করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কালিয়াচক থানায় অভিযুক্তদের বিরুদ্ধে। শুধু পাচির দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here