অকৃতকার্য প্রত্যেক ছাত্রীদের পাস করাতে হবে, এই দাবি তুলে রানাঘাট-আড়ংঘাটা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রীরা।

0
224

নদীয়া, নিজস্ব সংবাদদাতা: নদিয়ার তাহেরপুর থানা এলাকার বীরনগর শিবকালী উচ্চ বালিকা বিদ্যালয়ের।
স্কুল সূত্রে জানা গিয়েছে, এবছর ওই স্কুলে উচ্চ মাধ্যমিকে ১৫৩ জন ছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। এদের মধ্যে ৫৪ জন অকৃতকার্য হয় ইংরেজিতে।
অকৃতকার্য প্রত্যেক ছাত্রীদের পাস করাতে হবে, এই দাবি তুলে রানাঘাট-আড়ংঘাটা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। রাস্তার ওপরে বসে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে তাহেরপুর থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। সকাল দশটা থেকে শুরু হওয়া অবরোধ চলে এক ঘন্টা। আগামীকাল ছাত্রীদের নিয়ে স্কুল কর্তৃপক্ষ মিটিংয়ের আশ্বাস দেওয়ায় ছাত্রীরা অবরোধ তুলে নেয়।
যদিও স্কুলের প্রধান শিক্ষিকা অঞ্জনা মণ্ডলের সঙ্গে যোগাযোগ করতে গেলে তার ফোন বন্ধ।