পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার দিন সন্ধ্যায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায় বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম ।

0
212

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ভারতের ক্ষমতাসীন দলের বিজেপি নেত্রী নূপুর শর্মা। পৃথিবীর বিভিন্ন দেশে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে প্রথমে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার দিন সন্ধ্যায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায় বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম ।এফআইআর নামাটি হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গজমের এর হাতে তুলে দেন।

সম্প্রীতি,গত কয়েকদিন আগে বিজেপি নেত্রী নূপুর শর্মা এক টিভি শো এর ডিবেটে মুসলিম ধর্মের প্রবর্তক তথা পয়গম্বর হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কু-মন্তব্য করেন।তাই ইসলাম ধর্মালম্বী মানুষেরা তার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ ধনী তুলেন। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে মুখরিত হয় ভারতের মুসলিমরা। এর প্রভাব ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশগুলিতেও দেখা যায়।

এ প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম বলেন, ভারত ধর্মনিরপেক্ষ দেশ,ধর্ম নিয়ে কুমন্তব্য করা অপরাধমূলক কাজ। এই সব ধর্মীয় বিদ্বেষমূলক ভাষণ দেওয়া জন্য প্রায় ৫৭ টি দেশ, ভারতীয় দ্রব্য বর্জন করেছে।তাতে ভারতীয় অর্থনীতি একেবারে নিম্নমুখী হয়ে পড়বে। তাই নূপুর শর্মার দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।