- নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জগন্নাথ দেবের স্নানযাত্রা জাঁকজমকপূর্ণভাবে পালিত হল ফালাকাটা ব্লকের জটেশ্বরে। মঙ্গলবার নিয়ম মেনে বিশেষ পূজার্চনার মধ্য দিয়ে জটেশ্বর শিব মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। পুজো দিতে ভোর থেকে ভিড় জমান ভক্তরা। জানা গিয়েছে, জটেশ্বরের রথযাত্রা ঘিরে প্রতিবছর ফালাকাটা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্ত রথের দড়ি টানতে হাজির হন। রথযাত্রা ঘিরে জমে ওঠে মেলাও। কিন্তু করোনা আবহের জন্য গত দুইবছর রথযাত্রা অনুষ্ঠান করা হয়েছিল ছোট করে। এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে চেনা ছন্দে ফিরতে চলেছে জটেশ্বরের রথযাত্রা। তার আগে এদিন নিয়ম করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর স্নানযাত্রা অনুষ্ঠান করা হয়। নিয়ম মেনে স্নানযাত্রার পর বিশেষ পূজার্চনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার জগন্নাথ দেবের স্নানযাত্রা জাঁকজমকপূর্ণভাবে পালিত হল ফালাকাটা ব্লকের জটেশ্বরে।