জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে সমাপ্ত হলো জাতীয় কংগ্রেস দলের জলপাইগুড়ি জেলার নব সংকল্প শিবিরের,
গত কয়েকদিন থেকে চলা এই শিবিরে নতুন এবং পুরাতন কংগ্রেস কর্মীদের দেশ এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কার্জত প্রশিক্ষণ দেওয়া হলো।
শিবির শেষে,প্রদেশে কংগ্রেস কমিটির সদস্য, সৌম্য আইচ, সাংবাদিকদিকদের জানান, বর্তমানে দুটি দল তৃণমূল ও বিজেপি প্রতিযোগিতা মূলক ভাবে ভেদাবেদের রাজনীতি করে, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা গুলো থেকে নজর ঘুরিয়ে রাখার চেষ্টা করছে,
কংগ্রেস দলের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এই রাজ্যে আমরা এবং বাম নির্বাচনে শুন্য হয়েছি, তবে এর পাশাপাশি আমরাই সিবিআই, ই ডি, অফিসে যাওয়ার মিছিলেও শুন্যে আছি।