উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির পক্ষ থেকে বুধবার এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়।

0
1299

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির পক্ষ থেকে বুধবার এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়।এদিন ফালাকাটা ব্লকের জটেশ্বরে অবস্থিত সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্বর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। সমিতির আলিপুরদুয়ার জেলা কমিটির সম্পাদক করিমুল ইসলাম জানান, এবছর উচ্চ মাধ্যমিকে জেলায় প্রথম তথা রাজ্যে ষষ্ঠ স্থনাধিকারি বর্ষা পারভিন এবং ফালাকাটা ব্লকের উচ্চ মাধ্যমিকে প্রথম ছাত্রী
এবং মাধ্যমিকে ফালাকাটা ব্লকে প্রথম তুহিন ভদ্রকে সম্বর্ধনা প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আবুল হোসেন,জেলা কমিটির সম্পাদক করিমুল ইসলাম,সভাপতি জামালউদ্দিন মিয়া সহ অন্যান্য কর্মকর্তাগণ।