নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বুনো হাতি হানায় ক্ষতিগ্রস্ত কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকা। বুনো হাতি হানায় ক্ষতিগ্রস্ত ছয়টি ঘর। বুধবার ভোরে দলসিংপাড়া চার্চ লাইন, স্টেশন লাইন এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় বুনো হাতি। এলাকার বাসিন্দারা জানান, বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বুনো হাতি এলাকায় ঢুকে করে ব্যাপক তাণ্ডব চালায় এলাকার বাসিন্দাদের ঘর ভেঙ্গে দেয় এলাকার বাসিন্দা টিনা খড়িয়া ঘর ভেঙ্গে দেয় প্রাণে বাঁচতে টিনা খড়িয়া ঘর ছেড়ে দৌড়ে পালায়। এছাড়াও এলাকার বাসিন্দা কানছা রাই এর ঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত করে। বুধবার সকালে বনদপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ঘটনাস্থলে পরিদর্শনে আসে। এলাকাবাসীরা জানান, রাতে এলাকায় বনদপ্তর পাহাড়া দেয় না, যার দরুন এত ক্ষয়ক্ষতি হচ্ছে। এছাড়া বনদপ্তরের পক্ষ থেকে সার্চ লাইট দেওয়া হচ্ছেনা, পটাকা দেওয়া হচ্ছেনা
যদিও এই বিষয়ে ভার্ণাবাড়ি বীট অফিসার প্রদীপ কুমার বর্মণ জানান, লাইট ও পটাকা দেওয়া হচ্ছে আরো দেওয়া হবে।