মানুষের জীবন জীবিকা ও নিরাপত্তার স্বার্থে কালিয়াগঞ্জ এর শান্তি কলনী তে শ্রীমতি নদীর চরে গড়ে উঠা তিনতলা বাড়িতে কখনোই মোবাইলের টাওয়ার বসানো যাবে না।

0
196

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- মানুষের জীবন জীবিকা ও নিরাপত্তার স্বার্থে কালিয়াগঞ্জ এর শান্তি কলনী তে শ্রীমতি নদীর চরে গড়ে উঠা তিনতলা বাড়িতে কখনোই মোবাইলের টাওয়ার বসানো যাবে না। প্রয়োজনে নিরপেক্ষ কোন তদন্ত সংস্থা কে দিয়ে তদন্ত করতে হবে। আজ সাংবাদিক সম্মেলন করে এমনই মন্তব্য করলেন কালিয়াগঞ্জ এর 5 নম্বর ওয়ার্ডের কমিশনার তথা বিজেপি নেতা গৌতম বিশ্বাস।তিনি বলেন প্রথমত নদীর চরে কখনো বাড়ি হতে পারে না।যদিও বা বাড়ি হয়েছে তাও আবার তিনতলা। ।যে বাড়ি যখন তখন ভেঙে পড়তে পারে।এমন টাই আশঙ্কা করছে এলাকার সাধারন মানুষ ।তার উপর এই বাড়ির পাশেই রয়েছে স্কুল।এমন অবস্থায় দাড়িয়ে কোন ভাবেই মোবাইল টাওয়ার বসতে দেওয়া যাবে না শান্তি কলোনিতে এই বাড়িতে।গৌতমবাবু বলেন প্রথমত শ্রীমতি নদীর চরে তিনতলা বাড়ি তৈরি করার পারমিশন কি ভাবে দিল পৌরসভা সেটা আগে দেখতে হবে।