জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবার জলপাইগুড়ি টাউন স্টেশনে দুটো রেল ক্রসিং এর দরুণ ভারত বাংলাদেশ মিতালি এক্সপ্রেস আজ জলপাইগুড়ি স্টেশনে একেবারেই ধীর গতিতে যায়।ফলে এই সংবাদ শোনা মাত্র ই পথ চলতি থেকে সাধারণ মানুষ স্টেশনে এসে ড়িড় জমিয়ে বাংলাদেশের যাত্রী দের অভিনন্দন জানায়।যাত্রী রাও হাত দেখায় সাধারণ স্টেশনের যাত্রী দের।
Home রাজ্য উত্তর বাংলা মিতালি এক্সপ্রেস জলপাইগুড়ি টাউন স্টেশনে।আবারও দেখতে ভিড় আম জনতার, হাত দেখিয়ে অভিনন্দন...