পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- রক্তের অভাবে রোগীর পরিবার পরিজনদের আর হন্যে হয়ে ছুটে বেড়াতে হবেনা। আপনার এলাকার পরিচিত মানুষটিই তার নিজের রক্ত দান করে রোগীর প্রাণ বাঁচাবে। এই মানবিক দায়িত্ব গ্রহনে যুগান্তকারী উদ্যোগ নিল ভামুরিয়া যুবকল্যাণ সমিতি। সমিতির উদ্যোগে রক্তরেনু নামে একটি নতুন শাখার উদ্বোধন হলো।এখানে রক্তদাতাদের নাম, গ্রুপ, ফোন নাম্বারসহ লিপিবদ্ধ করে রাখা হবে।রক্তদানে উৎসাহী করতে প্রচার চালানো সহ এলাকার প্রত্যেকটি মানুষের রক্তের গ্রুপ চিহ্নিত করে রাখা হবে।রক্তের প্রয়োজন হলে রক্তরেনুর রক্তদাতারা সরাসরি রোগীর চিকিৎসাস্হলে পৌঁছে রক্তদান করবেন। সমিতির সম্পাদক প্রশান্ত দাস জানান রঘুনাথপুর মহকুমা জুড়ে সংশ্লিষ্ট বিষয়ে মানুষকে সচেতন করতেএলাকার ক্লাবগুলির সঙ্গে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।রক্তদান জীবনদান।রক্তদান করলে শরীরের কোন ক্ষতি হয়না এবিষয়ে প্রচারাভিযান চলবে।