হিন্দুদের পাশে দাঁড়াতে আগামী 25 তারিখে নাকাশিপাড়ায় যাচ্ছেন , রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে সে কথাই জানালেন শুভেন্দু।

0
345

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ রানাঘাটের কুপার্স এর সাংগঠনিক জেলার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আট বছর সেবা সুশাসন ও গরিব কল্যাণ উত্সব উপলক্ষে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল এই জনসভায় উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভার সাংসদ ও রাজ্য সহ সভাপতি শ্রী জগন্নাথ সরকার , ঢাকাদক্ষিণ সাংগঠনিক বিজেপি সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়, এবং রাজ্য বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং ছিলেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিধায়ক ও অন্যান্য পার্টির নেতৃবৃন্দ।
সভার শুরুতেই ধর্মীয় কারণে ওপার বাংলা থেকে বিতাড়িত হয়ে আসা নদিয়া জেলার বেশিরভাগ অধিবাসীদের প্রতি সমব্যথিতা হয়ে, গুরুচাঁদ সহ সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষদের মানুষদের প্রণাম জানিয়ে তিনি বক্তব্য শুরু করেন।
রাজ্য সরকারের আর্থিক দুর্নীতি বর্তমানে প্রকাশিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন,এতদিন কর্মীদের দোষারোপ করে নেতৃত্ব ভালো সাজতেন, এবার তাদের মুখোশ খুলে দিয়েছে কর্মীরাই। টাকা নিয়ে তৃণমূলের দেওয়া শিক্ষকের লিস্ট সবে 269 বেরিয়েছে, অপেক্ষা করুন বড়োসড়ো তালিকার জন্য। এক বছরে আট টি কারখানা বন্ধ হয়েছে। রাজনীতিমুক্ত পুলিশ , দুর্নিতী মুক্ত প্রশাসনের ডাক দিয়ে তিনি কুপার্স বাসীদের উদ্দেশ্যে বলেন, তৃণমূল এখানে মারামারি করবে, দিল্লিতে তাদের নেতারা গিয়ে পায়ে পড়বে। তাই যশস্বী প্রধানমন্ত্রীর, গরিব কল্যাণ খাদ্য যোজনা, আবাস যোজনা, ঊজালা 1 এবং 2 প্রকল্প,এ ধরনের নানা পরিষেবার সন্মানার্থে একসাথে এক পতাকা তলে আন্দোলন করা দরকার দুর্নীতির বিরুদ্ধে। প্রকল্প চোর সরকারের বিরুদ্ধে।
আগামী 25 তারিখে নাকাশিপাড়ায় যাচ্ছেন শুভেন্দু, রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে সে কথাই জানালেন হুশিয়ারীর সাথে। তিনি বলেন বাংলার বাইরে যে কোন দাঙ্গায় ধরা পড়ে বাংলার সংখ্যালঘু, আর মুখ্যমন্ত্রী ব্যস্ত রেহেঙ্গনাদের জেলে পুরতে। তবে নাকাশিপাড়ায় মহিলারা শঙ্খ পুরুষরা কীর্তন দল নিয়ে চলে আসবেন, হিন্দু অত্যাচারিতদের পাশে দাঁড়াতে হবে।