নিজস্ব সংবাদদাতা, মালদা-পথ দুর্ঘটনায় মৃত এক ও গুরুতর আহত হলেন ১৪ জন। আহতদের মধ্যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হল ৮ জনকে। মর্মান্তিক পথো দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে মালদা জেলা গাজোল থানার মাঝরা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায়। মৃত হলেন সুশীল মাহাতো বয়স (৫৮) বছর। বাড়ি গাজোল থানার মাঝরা এলাকায়। আহতরা হলেন মাম্পি দাস বয়স(২৯)বছর। চঞ্চল দাস বয়স(৬০) বছর। রেহেনা বিবি বয়স(৩৫) বছর। সরস্বতী মুর্মু বয়স(৩৮)বছর। মার্শাল বাস্কে বয়স(১১) বছর। মৃত ও আহতদের বাড়ি বামন গোলা থানার আদা ডাঙ্গা ধরম ডাঙ্গা সহ বিভিন্ন এলাকার। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে পাকুয়া থেকে একটি টেকার গাড়ি প্রায় ১৫ জন যাত্রীকে নিয়ে গাজোলে দিকে আসছিলেন। আসার সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাজলের মাঝরা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায় রাস্তার ধারে একটি গাছে গিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় গুরুতর আহত হন প্রায় গাড়িতে থাকা ১৫ জন যাত্রী। প্রত্যেককেই স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় গাজোল গ্রামীণ হাসপাতাল নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখান থেকে অবস্থার অবনতি হলে আহতদের মধ্যে আটজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসা চলাকালীন আহতদের মধ্যে সুশীল মাহাতো বয়স (৫৮) বছর নামে একজনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে গাজোল গ্রামীণ হাসপাতাল ও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।