রাতভর নাগাড়ে বৃষ্টিতে বিরকিটি নদীর জল বেড়ে যাওয়ায় ফালাকাটা-ধূপগুড়ি রাজ্য সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

0
330

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রাতভর নাগাড়ে বৃষ্টিতে বিরকিটি নদীর জল বেড়ে যাওয়ায় ফালাকাটা-ধূপগুড়ি রাজ্য সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ব্যপক ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের।কারন ওই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কটি শিলিগুড়ি ও জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার ও কোচবিহার যাওয়ার লাইফ লাইন বলে পরিচিত।ফালাকাটার ভুটানিরঘাটের কাছে নির্মীয়মাণ একটি কালভার্টের ডাইভারশনের উপর দিয়ে বিরকিটি নদীর জল বইতে শুরু করায় বিপত্তি তৈরি হয়।ঠিকাদার সংস্থার তরফ থেকে দিনরাত চব্বিশ ঘন্টা মেরামতির কাজ করা হলেও প্রকৃতির কাছে হার মানতে বাধ্য হচ্ছে মানুষ।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আগামী শনিবার পর্যন্ত ডুয়ার্সে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।ফলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।