আশ্রমের ভিতরে যুবতীর সাথে থানার এক NVF কর্মীর অপকর্মের ছবি,উত্তাল চন্দ্রকোনার ধরমপুর।

0
336

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নির্জন আশ্রমের ভিতরে যুবতীর সাথে থানার এক NVF কর্মীর অপকর্মের ছবি ধরা পড়েছে সিসিটিভিতে আর তা জানাজানি হতেই চরম উত্তেজনা চন্দ্রকোনার ধরমপুরে,রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভে এলাকাবাসী।ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী,
এমনি অভিযোগ উঠলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ধরমপুরে থানার এক NVF কর্মীর যুবতীদের সাথে আশ্রমে অপকর্মের ঘটনায়।যাকে ঘিরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর, পুলিশকে ঘিরেও বিক্ষোভ উত্তেজনা।এমনই ঘটনা চন্দ্রকোনার ধরমপুরের কালীকা আশ্রমে।জানাযায়, ধরমপুর এলাকায় চন্দ্রকোনা টাউন-চন্দ্রকোনা রোড রাজ্যসড়কের ধারে রয়েছে নির্জন জায়গায় একটি আশ্রম।আজ চন্দ্রকোনা থানার এক পুলিশ কর্মী NVF সাধারণ পোশাকে ওই আশ্রমের ভিতরে এক যুবতির সাথে অপকর্ম করে।সিসিটিভিতে সেই ছবি দেখা যেতেই এলাকার মানুষ ক্ষোভ ফেটে পড়ে।এমনকি এক ব্যাক্তি এসে হাতেনাতে ধরে ফেলে বলে দাবি এলাকাবাসীর,দৌড়ে পালিয়ে যায় ওই NVF।আর এই খবর জানাজানি হতেই এলাকায় দেখা দেয় চরম উত্তেজনা। এলাকার মানুষদের অভিযোগ ওই আশ্রমের পাশেই রয়েছে একটি মন্দির,সেখানে কি করে একজন পুলিশ কর্মী হয়ে এমন কীর্তি করে।এলাকার মানুষের অভিযোগ ওই এলাকায় রাজ্যসড়কের ধারে পুলিশের পেট্রোলিং থাকে,ঘটনা নিয়ে চন্দ্রকোনা থানার ওই পেট্রোলিংয়ে থাকা পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে নাকি পুলিশ তাদের হুমকিও দেয় বলে অভিযোগ এলাকাবাসীর।ঘটনায় সন্ধ্যা থেকে দফায় দফায় ওই এলাকায় চলছে রাজ্যসড়ক অবরোধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here