আবদুল হাই, বাঁকুড়াঃ কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশ জুড়ে জ্বলছে আগুন। সারা দেশ জুড়ে এই প্রকল্পের বিরোধিতা করে রাস্তায় নেমেছে যুব সমাজের একটা অংশ। সারা দেশ জুড়ে এই আন্দোলন চলছে এই রাজ্যেও সেই আঁচ এসে আছড়ে পড়েছে। গতকাল রাজ্যের বেশ কিছু জেলায় আন্দোলনর জেরে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাঁকুড়া জেলাতে এখনও এর আঁচ না পড়লেও আগাম প্রস্তুত পুলিশ প্রশাসন। প্রতিদিন যে হারে বাড়ছে আন্দোলনের প্রবনতা বাড়ছে সেই আঁচ যাতে বাঁকুড়ার উপর না পড়তে পারে তার জন্য মোকাবিলায় পুলিশ প্রশাসন। বাঁকুড়া শহরে এসে যাতে সেই অশান্তি না ছড়ায় তার জন্য শনিবার সকাল থেকে বাঁকুড়া শহরে কড়া পুলিশি নিরাপত্তা চোখে পড়ল। শহরে যে সমস্ত বাস ঢুকছে সেই সব বাসে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফে। স্টেশন চত্বরে বিশাল পুলিশ বাহিনী। মোতায়েন জল কামান। রাজ্য পুলিশ ও রেল পুলিশের কড়া নজরদারি বাঁকুড়া স্টেশন চত্বর। রাস্তায় রাস্তায় পুলিশি টহল।