জয়ঁগা ঢোকার মুখে কালচিনি ব্লকের বিবাড়ি এলাকায় গোবরজদি নদীর সেতু একটা অংশ ধ্বস।

0
287

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জয়ঁগা ঢোকার মুখে কালচিনি ব্লকের বিবাড়ি এলাকায় গোবরজদি নদীর সেতু একটা অংশ ধ্বসে গেছে বর্তমানে গোবরজদি সেতু দিয়ে বড় গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। এর ফলে ভুটান গামী সমস্ত মালবাহী ট্রাক দাড়িয়ে আছে সড়কের ধারে। এমনকি বিভিন্ন রুটের বাস জয়ঁগা বাস স্ট্যান্ড এ প্রবেশ করতে পারছেনা সব বাস জিএসটি মোড় এলাকা দিয়ে ঘুরিয়ে নিচ্ছে ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।