পুর ও নগর উন্নয়ন দপ্তরের নির্দেশ অনুযায়ী আগামী পয়লা জুলাই থেকে রাজ্যের সমস্ত পুরসভা ও কর্পোরেশনে নিষিদ্ধ হতে চলেছে প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার।

0
275

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পুর ও নগর উন্নয়ন দপ্তরের নির্দেশ অনুযায়ী আগামী পয়লা জুলাই থেকে রাজ্যের সমস্ত পুরসভা ও কর্পোরেশনে নিষিদ্ধ হতে চলেছে প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার। তারই অঙ্গ হিসেবে রানাঘাট পুরসভা আজ এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করল রানাঘাট চূর্ণী অডিটরিয়ামে।এদিনের এই আলোচনা সভায় অংশ নেয় রানাঘাটের বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা।এদিনের এই প্লাস্টিক সচেতনতা সভায় উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রানাঘাটের ভূমিপুত্র মানস কুমার সান্যাল রানাঘাট বিজ্ঞান মঞ্চের সভাপতি অধ্যাপক মলয় সান্যাল রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়
উপ পুরপ্রধান আনন্দ দে সহ বিশিষ্ট জনেরা।