বাঁকুড়া জেলার মেজিয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির।

0
222

সুদীপ সেন, বাঁকুড়া:- নানা কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যে অবিরত কাজ করে চলেছে তৃণমূল যুব কংগ্রেস।

নানা কাজের মাঝে রক্তদান শিবিরের মতো মহতী কর্মযজ্ঞ তারা সারা বছর করে থেকে।

১৯ ই জুন বাঁকুড়া জেলার মেজিয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেজিয়া হাই স্কুলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

এই শিবিরে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার তৃণমূল সাংগঠনিক সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র, জেলা তৃণমূল নেতৃত্ব তথ্য বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, জেলা তৃণমূল নেতৃত্ব মলয় মুখার্জী,প্রাক্তন তৃণমূল যুব জেলা সভাপতি রাজীব ঘোষাল, জেলা পরিষদের পূর্ত কর্মাধক্য শিবাজী ব্যানার্জী ও অন্যান্য নেতৃত্ব।

এই রক্তদান শিবিরে জেলা তৃণমূল নেতৃত্ব অলকা সেন মজুমদার বলেন, সারা বছর অর্থাৎ ৩৬৫ দিন কোনো না কোনো ভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে থাকে।

তা সে কম্বল বিতরণ হোক বা রক্তদান শিবির অথবা অন্য কোনো সামাজিক কাজ।
তিনি আরো বেশি করে যুব দের এইসব কাজের মাধ্যমে মানুষের কাছে যাওয়ার পরামর্শ দেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৯৫ জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। শিবির তখনও শেষ হয় নি।