নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-শনিবার সন্ধ্যায় মালদা জেলার হরিশ্চন্দ্র পুর ২ নাম্বার ব্লকের সদলিচক গ্রাম পঞ্চায়েতের ভুনা আধিবাসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আধিবাসী মানুষদেরকে নিয়ে এবং জেলা শাসক নীতিন সিংহানীয়ার তত্বাবধানে অনুষ্ঠিত হলো “প্রশাসন আপনার দুয়ারে”।
এদিন উপস্থিত ছিলেন মালদা জেলার জেলা শাসক নীতিন সিংহানীয়া,অতিরিক্ত জেলা শাসক(জি) বৈভব চৌধুরী,অতিরিক্ত জেলা শাসক(ডি) মৃদুল হালদার,অতিরিক্ত জেলা শাসক(এল আর) সম্পা হাজরা,হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি,হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন,হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবি সহ একাধিক আধিকারিক গণ।
এদিন আধিবাসী সম্প্রদায়ের মানুষেরা একে একে জেলা শাসকের কাছে নানা অভিযোগ জানান।তাদের মূল দাবি হলো রাস্তাঘাট কংক্রিটে ঢালাই,বিশুদ্ধ পানীয় জল,জাত শংসাপত্র পেতে সমস্যা, বিদ্যালয়ের পঠনপাঠন, রাজ্য সরকারের নানা প্রকল্প বঞ্চিত থাকার কথা সহ ইত্যাদি বিষয়ে অভিযোগ করেন জেলা শাসককে।
এদিন নবনিযুক্ত জেলা শাসক নীতিন সিংহানীয়া মনযোগ সহকারে অধিবাসী সম্প্রদায়ের লোকদের কথা শুনেন।অধিবাসী সম্প্রদায়ের লোকরা যে সমস্যা গুলো তুলে ধরেন,সেসব সমস্যার কথা কখনো জেলা নিজে উত্তর দেন অথবা ওই দফতরের দায়িত্বরত আধিকারিকে দিয়ে উত্তর দেওয়াই।
জেলা শাসক নীতিন সিংহানীয়া বলেন, অধিবাসী সম্প্রদায়ের লোকদের সমস্যার কথা শুনলাম, দ্রুত সমস্যা সমাধানের জন্য এক সপ্তাহের মধ্যে ভুনা আধিবাসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্পেশাল ক্যাম্প করে হবে। তাছাড়া তাদের পানীয় জলের ব্যবস্থা ও রাস্তাঘাট কংক্রিটে ঢালাই করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি।
এছাড়াও এদিন জেলা শাসক নিজেই দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বোরোল গ্রামে বাসিন্দা ভারতী মুর্মু উচ্চ মাধ্যমিকে ৯৫ শতাংশ নম্বর পাওয়া আদিবাসী মেয়েটির পরবর্তী পড়াশুনার সমস্ত দায়িত্ব নেন।
হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন বলেন,আজকে আমার আমার বিধানসভায় জেলা শাসক এসেছিলেন, এলাকায় নানান সমস্যার অভিযোগ শুনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।