লোকপুর থানার ব্যবস্থাপনায় চক্ষু পরীক্ষা শিবির।

0
244

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের অন্তর্গত লোকপুর থানার ব্যবস্থাপনায় স্থানীয় থানা এলাকার অসহায় দুস্থ ব্যক্তিদের চিকিৎসার্থে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল থানার নতুন ভবন চত্ত্বরে। কলকাতার শঙ্কর নেত্রালয় থেকে চিকিৎসকরা এসে চক্ষু পরীক্ষা করেন। পুরুষ ও মহিলা সহ মোট ২৫০ জন শিবিরে চক্ষু পরীক্ষা করান। যার মধ্যে ৭২ জনকে ছানি অপারেশন করার জন্য চিহ্নিত করা হয়। এদেরকে পুলিশের গাড়ি করে কলকাতায় ছানি অপারেশন করিয়ে আনা হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় চশমা সহ অন্যান্য সহায়তা প্রদান করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। এদিন চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর সুরজিৎ কুমার দে, ডিএসপি হেডকোয়ার্টার মোহতাসিম আকতার, লোকপুর থানার ওসি সন্তোষ ভকত, শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন অধিকারী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।