সুদীপ সেন, বাঁকুড়া:- বাল্য বিবাহ রোধে বিভিন্ন জনসচেতনতা মূলক প্রচার ও অনুষ্ঠান করছে রাজ্য সরকার।
তবু এর মাঝেও কিছু অসচেতন ব্যাক্তি ও পরিবার বাল্য বিবাহ কে রোধ করতে অসমর্থ হচ্ছে।
বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকে গত কয়েক মাসে তিনটি বাল্য বিবাহের আয়োজন করা হলেও ব্লক ও পুলিশ প্রশাসনের সক্রিয়তায় সেই বিবাহ গুলি বাতিল হয়।
২০ জুন বাঁকুড়ার শালতোড়া ব্লকের শ্যাম পুর গ্রামে অষ্টম শ্রেণীতে পড়া এক ছাত্রীর যার জন্ম তারিখ ২০/০৭/২০০৭ বাল্য বিবাহের খবর পেয়েই সেখানে ছুটে যান শালতোড়া ব্লকের জয়েন্ট বিডিও মিলন মালাকার, শালতোড়া থানার পুলিশ আধিকারিক এবং ব্লকের কন্যাশ্রী দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর রাম কৃষ্ণ দাস।
বিবাহের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেওয়া হবে না, এই মর্মে পরিবারের পক্ষ থেকে মুচ লেকা লেখানো হয়।
পরে উপযুক্ত বয়সে বিবাহের সুফল গুলি বুঝিয়ে বলেন জয়েন্ট বিডিও মিলন মালাকার এবং পুলিশ আধিকারিক , শালতোড়া।
এই বিষয়ে রাজ্য সরকারের কন্যা শ্রী, রুপশ্রী প্রকল্পের সুবিধার কথাও তাঁরা তুলে ধরেন।