তিন দফা দাবীর ভিত্তিতে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আধিকারিকের কাছে ডেপুটেশন গ্রেটারের।

0
235

কোচবিহার, ২০ জুনঃ গোসানিমারি রাজপাঠে দুজন কর্মীকে অবৈধভাবে বাতিল করা হয়েছে তা পুনরায় কাজে বহাল রাখা সহ তিন দফা দাবিতে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আধিকারিকের কাছে ডেপুটেশন দিল দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন কোচবিহার রাজবাড়ির ভেতর ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অফিসে গিয়ে সেখানকার দায়িত্ব প্রাপ্ত আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেয় ওই সংগঠনের সদস্যরা। এদিন ওই গণ ডেপুটেশনের নেতৃত্ব দেন দিনহাটা ১ নং ব্লকের ছাত্রনেতা তথা গ্রেটারের কেন্দ্রীয় কমিটির সদস্য বিকাশ বর্মণ।
তাঁদের দাবী, গোসানীমারি রাজপাঠে অবৈধভাবে বাতিল করা হয় দুই কর্মীকে তাঁদের পুনর্বহাল রাখা, নতুন করে রাজবংশী ভুমিপুত্রদের কর্মী হিসেবে নিয়োগ করতে হবে এবং রাজবাড়ীর লুটপাট হওয়া মূল্যবান সম্পদ পুনরায় স্থাপন করার দাবিতে আজকের এই গণ ডেপুটেশন।