তৃনমূলের হাতে আক্রান্ত BJP কর্মী,ভর্তি নেওয়া হলো না হাসপাতলে,বিক্ষোভ BJP র, শোরগোল মহিষাদলে।

0
285

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুরের মহিষাদলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মী, আক্রান্ত কে ভর্তি নেওয়া হয়নি হাসপাতালে,এমন দাবি তুলে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি। অভিযোগ মহিষাদলের কালিকা কুন্ডু গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী যমুনা সান্ধকি বয়স ৩২, পেয়েছিলেন আবাস যোজনার বাড়ি, সেই বাড়ি তৈরি প্রসঙ্গেই শুরু হয় গন্ডগোল, এরপরে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন ব্যানার্জির অভিযোগ তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী দ্বারা তিনি আক্রান্ত হন। এরপরে তাকে মহিষাদল হাসপাতালে নিয়ে যাওয়া হলে পঞ্চায়েত সমিতির প্রচ্ছন্ন মদতেই তাকে ভর্তি নেওয়া হয়নি, হাসপাতাল একটি সরকারি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এখন তৃণমূল কংগ্রেসের ‘সেকেন্ড হোম’ হয়ে দাঁড়িয়েছে, পরে সেই রোগীকে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিজেপির দাবি আক্রান্ত রোগীকে কেন হাসপাতালে ভর্তি করা হল না? কেনই বা আশঙ্কাজনক অবস্থায় অন্য হাসপাতালে ভর্তি করানো হবে? সেই দাবি তুলে মহিষাদল হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন বিজেপির। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বদায় ব্যস্ত পুলিশ প্রশাসন।